লোকে বলে প্রেম, আর আমি বলি জ্বালা ♪ লোকে বলে প্রেম, আর আমি বলি জ্বালা লোকে বলে প্রেম, আর আমি বলি জ্বালা কণ্টক হার, তারে তুমি বলো মালা লোকে বলে প্রেম, আর আমি বলি জ্বালা ♪ চৈতি বাতাস হয়ে বাউলের প্রাণ কাঁদিয়া উঠিলে, সখী, লোকে বলে গান লোকে বলে গান চৈতি বাতাস হয়ে বাউলের প্রাণ কাঁদিয়া উঠিলে, সখী, লোকে বলে গান লোকে বলে গান সহিতে পারি না এ নিয়তির জ্বালা লোকে বলে প্রেম, আর আমি বলি জ্বালা ♪ যে ফুল ঝরিলো প্রাতে পিরিতি ভরে ভুলেও ভ্রমর তুলে লয় না তারে যে ফুল ঝরিলো প্রাতে পিরিতি ভরে ভুলেও ভ্রমর তুলে লয় না তারে ♪ সুজন গো সুজন গো, পিরিতির এই প্রতিদান ঢেউয়ের আঘাতে কাঁদে কমলের প্রাণ কমলের প্রাণ শিশিরে শিশিরে ভেজে ফসলের ডালা লোকে বলে প্রেম, আর আমি বলি জ্বালা লোকে বলে প্রেম, আর আমি বলি জ্বালা কণ্টক হার, তারে তুমি বলো মালা লোকে বলে প্রেম, আর আমি বলি জ্বালা