Kishore Kumar Hits

Konok Chapa - O Jibon Jiboner şarkı sözleri

Sanatçı: Konok Chapa

albüm: Tumi Amar Jibon


আরে ও জীবন রে
জীবন, ছাড়িয়া না যাও মোরে
তুমি, জীবন, ছাড়িয়া গেলে
আদর করবে কে আমারে রে?
তুমি, জীবন, ছাড়িয়া গেলে
আদর করবে কে আমারে রে?
আরে ও জীবন রে
জীবন, ছাড়িয়া না যাও মোরে
তুমি, জীবন, ছাড়িয়া গেলে
আদর করবে কে আমারে রে?
তুমি, জীবন, ছাড়িয়া গেলে
আদর করবে কে আমারে রে?
ও জীবন রে, ও জীবন রে
কাঁচা বাঁশের খাট-পালঙ্ক রে
আরে ও জীবন, সঙ্গে মাড়হীন কাপড়
মুসলমান কয়, "আল্লাহ, আল্লাহ"
হিন্দু বলে, "হরি জীবন রে"
তুমি, জীবন, ছাড়িয়া গেলে
আদর করবে কে আমারে রে?
আরে ও জীবন রে
জীবন, ছাড়িয়া না যাও মোরে
তুমি, জীবন, ছাড়িয়া গেলে
আদর করবে কে আমারে রে?
তুমি, জীবন, ছাড়িয়া গেলে
আদর করবে কে আমারে রে?
ও জীবন রে, ও জীবন রে
ভাই কান্দে, "মইরা গেছে রে"
আরে ও জীবন, বইনে কান্দে, "ভাই"
ঘরের রমণী কান্দে, "আমার কেহ নাই জীবন রে"
ঘরের রমণী কান্দে, "আমার কেহ নাই জীবন রে"
আরে ও জীবন রে
জীবন, ছাড়িয়া না যাও মোরে
তুমি, জীবন, ছাড়িয়া গেলে
আদর করবে কে আমারে রে?
তুমি, জীবন, ছাড়িয়া গেলে
আদর করবে কে আমারে রে?
ও জীবন রে, ও জীবন রে
ভাই বলো, ভাতিজা বলো
আরে ও জীবন, সম্পত্তির ভাগি
কঠিন নিদানের কালে
কেউ হবে না সাথী, জীবন রে
কঠিন নিদানের কালে
কেউ হবে না সাথী, জীবন রে
আরে ও জীবন রে
জীবন, ছাড়িয়া না যাও মোরে
তুমি, জীবন, ছাড়িয়া গেলে
আদর করবে কে আমারে রে?
তুমি, জীবন, ছাড়িয়া গেলে
আদর করবে কে আমারে রে?
আরে ও জীবন রে
জীবন, ছাড়িয়া না যাও মোরে
তুমি, জীবন, ছাড়িয়া গেলে
আদর করবে কে আমারে রে?
তুমি, জীবন, ছাড়িয়া গেলে
আদর করবে কে আমারে রে?

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar