পিরিতি এই জগতে জাতি-কুলের ধার ধারে না পিরিতি... পিরিতি এই জগতে জাতি-কুলের ধার ধারে না পিরিতি... ওরে, যার সাথে যার মন মজেছে সে তো তারে আর ছাড়ে না ওরে, যার সাথে যার মন মজেছে সে তো তারে আর ছাড়ে না পিরিতি এই জগতে জাতি-কুলের ধার ধারে না পিরিতি... ♪ একরকম লতা আছে, বাইতে বাইতে ওঠে গাছে একরকম লতা আছে, বাইতে বাইতে ওঠে গাছে ওরে, গাছ মরিলে লতাও মরে, তবু লতা গাছ ছাড়ে না ওরে, গাছ মরিলে লতাও মরে, তবু লতা গাছ ছাড়ে না পিরিতি এই জগতে জাতি-কুলের ধার ধারে না পিরিতি... ♪ দেখো চাতকের রীতি, মেঘের সাথে তার পিরিতি দেখো চাতকের রীতি, মেঘের সাথে তার পিরিতি ওরে, যায় মরিয়া, তবু চাতক অন্য পানি পান করে না ওরে, যায় মরিয়া, তবু চাতক অন্য পানি পান করে না পিরিতি এই জগতে জাতি-কুলের ধার ধারে না পিরিতি... ♪ আশুক যায় মাশুকের ধারে, মাশুক যদি চায় না তারে আশুক যায় মাশুকের ধারে, মাশুক যদি চায় না তারে ওরে, নিজেই জ্বইলা পুইড়া মরে, তবু মাশুকরে ছাড়ে না ওরে, নিজেই জ্বইলা পুইড়া মরে, তবু মাশুকরে ছাড়ে না পিরিতি এই জগতে জাতি-কুলের ধার ধারে না পিরিতি... ♪ একরকম লতা আছে, বাইতে বাইতে ওঠে গাছে একরকম লতা আছে, বাইতে বাইতে ওঠে গাছে ওরে, গাছ মরিলে লতাও মরে, তবু লতা গাছ ছাড়ে না ওরে, গাছ মরিলে লতাও মরে, তবু লতা গাছ ছাড়ে না পিরিতি এই জগতে জাতি-কুলের ধার ধারে না পিরিতি... পিরিতি এই জগতে জাতি-কুলের ধার ধারে না পিরিতি... ওরে, যার সাথে যার মন মজেছে সে তো তারে আর ছাড়ে না ওরে, যার সাথে যার মন মজেছে সে তো তারে আর ছাড়ে না পিরিতি এই জগতে জাতি-কুলের ধার ধারে না পিরিতি... পিরিতি এই জগতে জাতি-কুলের ধার ধারে না পিরিতি...