Bhoomi - Lale Laleshwari şarkı sözleri
Sanatçı:
Bhoomi
albüm: Gaan Doriyay
টিম টিম হাতি চলে লিচুবাগানে,
একটা লিচু পড়ে গেল চায়ের দোকানে,
চা দোকানি, চা দোকানি দরজা খুলো না,
বরিশালের বউ এসেছে দেখতে চল না।
লালে লালেশ্বরী চোখে চশমা পড়ি
হাতে লেডিস ঘড়ি যাবে শ্বশুর বাড়ি।
লালে লালেশ্বরী চোখে চশমা পড়ি
হাতে লেডিস ঘড়ি যাবে শ্বশুর বাড়ি।
হায় হায় হায় বন্ধু আমার
করবি কি তুই গিয়া
বরিশালের মাইয়াটারে করবি নাকি তুই বিয়া
হায় হায় হায় বন্ধু আমার
করবি কি তুই গিয়া
বরিশালের মাইয়াটারে করবি নাকি তুই বিয়া
বিয়া করুম না আগে
বিয়া করুম না আগে দেখুম এ মাইয়া
রান্নাবান্না যানে কেমন বুঝুম তা খাইয়া।
বিয়া করুম না আগে দেখুম এ মাইয়া
রান্নাবান্না যানে কেমন বুঝুম তা খাইয়া
লালে লালেশ্বরী...
কচু শাকের চিংড়ি খাইবি নারকোলে বাটিয়া
শুটকি মাছের ঝাল হইবে কাঁচালংকা দিয়া
কচু শাকের চিংড়ি খাইবি নারকোলে বাটিয়া
শুটকি মাছের ঝাল হইবে কাঁচালংকা দিয়া
(উমম)হায় হায় কি কইলি!
হায় হায় কি কইলি! পেটে লাগে ভুখ,
মাইয়া যদি রান্না জানে পাইব আমি সুখ
হায় হায় কি কইলি পেটে লাগে ভুখ!
মাইয়া যদি রান্না জানে পাইব আমি সুখ
লালে লালেশ্বরী...
বিয়ার তারিখ ঠিক করবি যদি আমায় কস,
বরযাত্রী যামু আমি চইড়া আমার মোষ
বিয়ার তারিখ ঠিক করবি যদি আমায় কস
বরযাত্রী যামু আমি চইড়া আমার মোষ
বৈশাখে ইচ্ছা
বৈশাখে ইচ্ছা মা চায় মল মাস
বরিশালের মাইয়া যদি রাধতে পারে মাছ।
আরে বৈশাখে ইচ্ছা মা চায় মল মাস
বরিশালের মাইয়া যদি রাধতে পারে মাছ।
টিম টিম হাতি চলে লিচু বাগানে
একটা লিচু পড়ে গেল চায়ের দোকানে
চা দোকানি চা দোকানি দরজা খোল না
বরিশালের বউ এসেছে দেখতে চল না
লালে লালেশ্বরী...
Поcмотреть все песни артиста
Sanatçının diğer albümleri