Kishore Kumar Hits

Bhoomi - Jeno Dhaak Achhe Aar Kathi Nai şarkı sözleri

Sanatçı: Bhoomi

albüm: Desh Jurrey


যেন ঢাক আছে, আর কাঠি নাই
তোরে ছাড়া আমার হালটা যে তাই
ভাবুক যা খুশি সবাই
আজ ফাগুনী পূর্ণিমা রাতে চল পলায়ে যাই
এই ফাগুনী পূর্ণিমা রাতে চল পলায়ে যাই
দূর দেশে যাবো রে, বাসা বানাবো রে
থাকবো দু'জনে একসাথে
এই ফাগুনী পূর্ণিমা রাতে চল পলায়ে যাই
আজ ফাগুনী পূর্ণিমা রাতে চল পলায়ে যাই

বৈশাখী ঝড়েতে আমাদের ঘরেতে
হয়েছিলো সেই যে দেখা
তখন থেকেই যেন আনমনা মন আর
উঠান লাগে শুধু ব্যাঁকা
আমার উঠান লাগে শুধু ব্যাঁকা
চল পলায়ে যাই
আজ ফাগুনী পূর্ণিমা রাতে চল পলায়ে যাই
এই ফাগুনী পূর্ণিমা রাতে চল পলায়ে যাই

তোর আঁখি দু'টি যেন মাতলা নদী
করেছে আমায় পাগল
তোর সঙ্গ না পেলে সারাদিন কেমন
আনচান আনচান করে মন
আমার আনচান করে মন গো
চল পলায়ে যাই
এই ফাগুনী পূর্ণিমা রাতে চল পলায়ে যাই
আজ ফাগুনী পূর্ণিমা রাতে চল পলায়ে যাই

কানে দেবো দুল, নাকে নাকছাবি
গলায় দিবো সীতাহার
হাতে দেবো চুড়ি, ভাবতে নাহি পারি
আর কি দিবো উপহার
আমি আর কি দিবো উপহার গো
চল পলায়ে যাই
এই ফাগুনী পূর্ণিমা রাতে চল পলায়ে যাই
আজ ফাগুনী পূর্ণিমা রাতে চল পলায়ে যাই

একসাথে দু'জনে বাগান বানাবো
করবো গোলাপের চাষ
ছোট্ট দু'টি ঘর রইবে সেখানে
করবো দু'জনে বাস
জোড়া গোলাপের কলি দিবো গুঁজে
খোঁপাতে তোর রোজ ভোরে
বাকি যত ফুল বেচবো গিয়ে
হাওড়ার ঐ ফুলের বাজারে
তোকে জোড়া গোলাপ দিবো ভোরে
চল পলায়ে যাই
এই ফাগুনী পূর্ণিমা রাতে চল পলায়ে যাই
দূর দেশে যাবো রে, বাসা বানাবো রে
থাকবো দু'জনে একসাথে
এই ফাগুনী পূর্ণিমা রাতে চল পলায়ে যাই
আজ ফাগুনী পূর্ণিমা রাতে চল পলায়ে যাই
এই ফাগুনী পূর্ণিমা রাতে চল পলায়ে যাই
চল পলায়ে যাই

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar