Bhoomi - Chol Mini şarkı sözleri
Sanatçı:
Bhoomi
albüm: Lokgeeti Local
চল মিনি আসাম যাবো, দ্যাসে বড় দুখ রে
আসাম দ্যাসে রে মিনি চা বাগান হরিয়াল
আসাম দ্যাসে রে মিনি চা বাগান হরিয়াল
কোঁড় মারা যেমন তেমন বাকাতলা টান গো
হায় যদুরাম, ফাঁকি দিয়া পাঠাইলি আসাম
হায় যদুরাম, ফাঁকি দিয়া পাঠাইলি আসাম
♪
এক পয়সার পুঁটিমাছ, কায়া গোলার তেল গো
মিনির বাপে মাঙ্গে যদি আরোই দিব ঝোল গো
মিনির বাপে মাঙ্গে যদি আরোই দিব ঝোল গো
চল মিনি আসাম যাবো, দ্যাসে বড় দুখ রে
আসাম দ্যাসে রে মিনি চা বাগান হরিয়াল
আসাম দ্যাসে রে মিনি চা বাগান হরিয়াল
♪
সরকার বলে কাম-কাম, বাবু বলে ধইরা আন
সাহেব বলে লিব পিঠের চাম
হে যদুরাম, ফাঁকি দিয়া পাঠাইলি আসাম
সাহেব বলে লিব পিঠের চাম
হে যদুরাম, ফাঁকি দিয়া পাঠাইলি আসাম
চল মিনি আসাম যাবো, দ্যাসে বড় দুখ রে
আসাম দ্যাসে রে মিনি চা বাগান হরিয়াল
আসাম দ্যাসে রে মিনি চা বাগান হরিয়াল
আসাম দ্যাসে রে মিনি চা বাগান হরিয়াল
আসাম দ্যাসে রে মিনি চা বাগান হরিয়াল
আসাম দ্যাসে রে মিনি চা বাগান হরিয়াল
আসাম দ্যাসে রে মিনি চা বাগান হরিয়াল
Поcмотреть все песни артиста
Sanatçının diğer albümleri