রাঙা মাটির দেশে যা হিতাক তোকে মানাইছে না রে ইক্কেবারে মানাইছে না রে ♪ তু তু তু তু তু ♪ ও নাগর ও নাগর ও নাগর ইক্কেবারে মানাইছে না রে লাল পাহাড়ির দেশে যা রাঙা মাটির দেশে যা লাল পাহাড়ির দেশে যা রাঙা মাটির দেশে যা হিতাক তোকে মানাইছে না রে ইক্কেবারে মানাইছে না রে ♪ লাল পাহাড়ি দেশে যাবি হাঁড়ি আর মাদল পাবি লাল পাহাড়ি দেশে যাবি হাঁড়ি আর মাদল পাবি লাল পাহাড়ি দেশে যাবি হাঁড়ি আর মাদল পাবি মেয়ে-মরদের আদর পাবি রে ও নাগর, ও নাগর ইক্কেবারে মানাইছে না রে ♪ লাল পাহাড়ির দেশে যা রাঙা মাটির দেশে যা হিতাক তোকে মানাইছে না রে ইক্কেবারে মানাইছে না রে ♪ নদীর ধারে শিমুলের ফুল নদীর ধারে শিমুলের ফুল নানা পাখির বাসা রে, নানা পাখির বাসা নদীর ধারে শিমুলের ফুল নানা পাখির বাসা রে, নানা পাখির বাসা সকালে ফুটিবে ফুল সকালে ফুটিবে ফুল মনে ছিল আশা রে, এমন ছিলো আশা তুই ভালোবেসে গেলি চলে ভালোবেসে গেলি চলে কেমন বাপের ব্যাটা রে তুই, কেমন বাপের ব্যাটা লাল পাহাড়ির দেশে যা রাঙা মাটির দেশে যা হিতাক তোকে মানাইছে না রে ইক্কেবারে মানাইছে না রে ♪ ভাদর মাসে ভাদু পূজা ওরে ভাদর মাসে ভাদু পূজা, ভাদু পূজা ভাদর মাসে ভাদু পূজা ভাদু গানের ঘটা রে, ভাদু গানের ঘটা ঐ কালো মেয়েটার মন মজেছে ঐ কালো মেয়েটার মন মজেছে গলায় দিবো মালা রে, তার গলায় দিবো মালা তুই মরবি তো মরে যা, ইক্কেবারে মরে যা মরবি তো মরে যা, ইক্কেবারে মরে যা হিতাক তোকে মানাইছে না রে ও নাগর, ও নাগর ইক্কেবারে মানাইছে না রে ♪ লাল পাহাড়ির দেশে যা রাঙা মাটির দেশে যা লাল পাহাড়ির দেশে যা রাঙা মাটির দেশে যা হিতাক তোকে মানাইছে না রে ইক্কেবারে মানাইছে না রে ইক্কেবারে মানাইছে না রে ইক্কেবারে মানাইছে না রে ইক্কেবারে মানাইছে না রে