Kishore Kumar Hits

Bhoomi - Modhur Modhur Chaoni şarkı sözleri

Sanatçı: Bhoomi

albüm: Jatra Shuru


মধুর মধুর চাউনি রে তোর
কন্যা, আমার হৃদপিন্ড তিড়িং-বিড়িং করে রে
মধুর মধুর চাউনি রে তোর
কন্যা, আমার হৃদপিন্ড তিড়িং-বিড়িং করে রে
পিরিত আমার আম বাগানে বুক চাপড়ায় মরে রে
পিরিত আমার আম বাগানে বুক চাপড়ায় মরে রে
বেঁকা ঠোঁটের হাসি রে তোর
কন্যা, আমার হৃদপিন্ড তিড়িং-বিড়িং করে রে
মধুর মধুর চাহনি রে তোর
কন্যা, আমার হৃদপিন্ড তিড়িং-বিড়িং করে রে
কন্যা, গেলি কই?
ও কন্যা, গেলি কই
আমি আমের আঁটির ভেঁপু নিয়ে কেষ্ট সেজে রই রে, কন্যে
মধুর মধুর চাউনি রে তোর
কন্যা, আমার হৃদপিন্ড তিড়িং-বিড়িং করে রে
মধুর মধুর চাউনি রে তোর
কন্যা, আমার হৃদপিন্ড তিড়িং-বিড়িং করে রে

পেঁচা চেঁচায় আমায় দেখে
বাঁদর দাঁত খেচায় রে
পেঁচা চেঁচায় আমায় দেখে
বাঁদর দাঁত খেচায় রে
পেঁচা চেঁচায় আমায় দেখে (পেঁচা চেঁচায় আমায় দেখে)
পেঁচা চেঁচায় আমায় দেখে
বাঁদর দাঁত খেচায় রে
কন্যে, স্বস্তি নাই
ও কন্যে, স্বস্তি নাই
বিঁধুক হাজার কাঁটা তবু গোলাপ আমার চাই রে, কন্যে
মধুর মধুর চাউনি রে তোর
কন্যা, আমার হৃদপিন্ড তিড়িং-বিড়িং করে রে
মধুর মধুর চাউনি রে তোর
কন্যা, আমার হৃদপিন্ড তিড়িং-বিড়িং করে রে

আমের ডালের ফাঁকে বসে
কাঠবিড়ালি মুচকি হাসে
আমের ডালের ফাঁকে বসে
কাঠবিড়ালি মুচকি হাসে
আমের ডালের ফাঁকে বসে
আমের ডালের ফাঁকে বসে
কাঠবিড়ালি মুচকি হাসে
হলেম ছাই
ও কন্যে, হলাম ছাই
আগুন লাগায়ে দিলি, এবার কী করি উপায় রে, কন্যে?
মধুর মধুর চাউনি রে তোর
কন্যা, আমার হৃদপিন্ড তিড়িং-বিড়িং করে রে
মধুর মধুর চাউনি রে তোর
কন্যা, আমার হৃদপিন্ড তিড়িং-বিড়িং করে রে
পিরিত আমার আম বাগানে বুক চাপড়ায় মরে রে
পিরিত আমার আম বাগানে বুক চাপড়ায় মরে রে
বেঁকা ঠোঁটের হাসি রে তোর
কন্যা, আমার হৃদপিন্ড তিড়িং-বিড়িং করে রে
মধুর মধুর চাউনি রে তোর
কন্যা, আমার হৃদপিন্ড তিড়িং-বিড়িং করে রে
মধুর মধুর চাউনি রে তোর
কন্যা, আমার হৃদপিন্ড তিড়িং-বিড়িং করে রে
মধুর মধুর চাউনি রে তোর
কন্যা, আমার হৃদপিন্ড তিড়িং-বিড়িং করে রে
তিড়িং-বিড়িং করে রে
তিড়িং-বিড়িং করে রে
তিড়িং-বিড়িং করে রে

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar