আমার বউকে কিছু বললে পরে আমার বউকে কিছু বললে পরে আমার প্রাণে সইবে না ♪ বউকে কিছু মন্দ বলো না, মাগো বউকে কিছু মন্দ বলো না ও আমার বউকে কিছু বললে পরে ও আমার বউকে কিছু বললে পরে আমার প্রাণে সইবে না বউকে কিছু মন্দ বলো না, মাগো বউকে কিছু মন্দ বলো না ♪ সারাদিন খেটে খুটে সন্ধ্যাকালে আসি এসে যেন দেখি তোমার চাঁদ বদনের হাসি (চাঁদ বদনের হাসি, তোমার চাঁদ বদনের হাসি) সারাদিন খেটে খুটে সন্ধ্যাকালে আসি এসে যেন দেখি তোমার চাঁদ বদনের হাসি (তোমার চাঁদ বদনের হাসি) ও ঘরে জল না থাকলে তুমি যেও ও মা, ঘরে জল না থাকলে মা তুমি যেও বউকে যেতে বলো না বউকে কিছু মন্দ বলো না, মাগো বউকে কিছু মন্দ বলো না বউকে কিছু মন্দ বলো না, মাগো বউকে কিছু মন্দ বলো না ♪ ভোরবেলাতে ডেকো না, মা, তুমি করো কাজ ঘরের কথা পরকে বলে দিও নাকো লাজ (না, দিও নাকো লাজ, না, দিও নাকো লাজ) ভোরবেলাতে ডেকো না, মা, তুমি করো কাজ ঘরের কথা পরকে বলে দিও নাকো লাজ (না দিও নাকো লাজ) তোমার খেতে হলে কাঁটা খেয়ো ও আমার মা, ও আমার মা, ও আমার মা তোমার খেতে হলে কাঁটা খেয়ো বউকে দিয়ো মাছখানা বউকে কিছু মন্দ বলো না, মাগো বউকে কিছু মন্দ বলো না বউকে কিছু মন্দ বলো না, মাগো বউকে কিছু মন্দ বলো না