Kishore Kumar Hits

Bhoomi - Narugopal şarkı sözleri

Sanatçı: Bhoomi

albüm: Prem Pagol


না, না, না, যেও না
আমাকে ছেড়ে তুমি কোথাও চলে যেও না
না, না, না, যেও না
আমি যে তোমায় ছাড়া বেশি দিন বাঁচব না
ইশ, ইশ কি যে বলো
Love at first sight হয়েছিলে তুমি যে আমার
হবো তোমার একার
মিতালী, চৈতালি বা শিউলি হতে পারব না
না, না, না, যেও না
আমাকে ছেড়ে তুমি কোথাও চলে যেও না (কেন?)
না, না, না, যেও না
আমি যে তোমায় ছাড়া বেশি দিন বাঁচব না (তাই নাকি!)
ইশ, ইশ কি যে বলো
Love at first sight হয়েছিলে তুমি যে আমার
হবো তোমার একার
মিতালী, চৈতালি বা শিউলি হতে পারব না

তুমি কি চাও বলো, আমি কি অন্য কারো দিকে আর তাকাব না? (Of course)
এটাও কি সম্ভব যে লাগাম ছাড়া আমি কোথাও যেতে পারব না?
কেন যে ঢং করো? রোজই কোনো কারণ খুঁজে তাদের call করো
আমি কি বুঝিনা? তোমার গলার সুরটা পালটে ভরপুর chat করো
তুমি কি চাও বলো, আমি কি অন্য কারো দিকে আর তাকাব না?
এটাও কি সম্ভব (হ্যাঁ) যে লাগাম ছাড়া আমি কোথাও যেতে পারব না?
কেন যে ঢং করো? রোজই কোনো কারণ খুঁজে তাদের call করো
আমি কি বুঝিনা? তোমার গলার সুরটা পালটে ভরপুর chat করো
হায় কপাল, আমি গোপাল, ধরা পড়েছি
যাই কোথায়? লতাপাতায় জড়িয়ে পড়েছি
Never mind, I'll be kind, এবার ছেড়ে দিই
আবার যদি ধরা পড়ো, you will not go free

যাক, যাক, যাক বাঁচলাম
আমি যে মনে মনে সত্যি ভয় পেয়েছিলাম (আহা রে!)
চলে যাবে তুমি
আর ফিরবে না কোনোদিন ভেবেছিলাম
যাও, যাও, যাও, বাড়ি যাও
এর আগে তোমার মতো অনেক ছেলে দেখেছি
তুমি নাড়ুগোপাল
তাদের নাম আগেই আমি delete করে ফেলেছি
না, না, না, যেও না
আমাকে ছেড়ে তুমি কোথাও চলে যেও না
না, না, না, যেও না
আমি যে তোমায় ছাড়া বেশি দিন বাঁচব না
ইশ, ইশ কি যে বলো
Love at first sight হয়েছিলে তুমি যে আমার
হবো তোমার একার
মিতালী, চৈতালি বা শিউলি হতে পারব না

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar