দাদা, পায়ে পড়ি রে
মেলা থেকে বউ এনে দে
দাদা, পায়ে পড়ি রে
মেলা থেকে বউ এনে দে
নয়তো কলসি-দড়ি দে রে, দাদা
ডুবে মরি রে
কলসি-দড়ি দে রে, দাদা
ডুবে মরি রে
দাদা, পায়ে পড়ি রে
মেলা থেকে বউ এনে দে
দাদা, পায়ে পড়ি রে
মেলা থেকে বউ এনে দে
♪
তুই, দাদা, বউকে লিয়ে
সুখে করিস ঘর
আর আমি বউ চাইলে কেনে
গালে মারিস চড়?
তুই, দাদা, বউকে লিয়ে
সুখে করিস ঘর
আর আমি বউ চাইলে কেনে
গালে মারিস চড়?
দাদা, চাস না কি বউকে লিয়ে
খেলা করি রে?
মেলা থেকে বউ এনে দে
দাদা, পায়ে পড়ি রে
মেলা থেকে বউ এনে দে
♪
মেলা ভাঙি গেলে পরে
বউ কেনা যাবে না
মেলা ভাঙি গেলে পরে
বউ কেনা যাবে না
ভাঙা মেলায়, দাদা, তুমি
রাঙা বউ পাবে না
পায়ে পড়ি রে
মেলা থেকে বউ এনে দে
দাদা, পায়ে পড়ি রে
মেলা থেকে বউ এনে দে
♪
তাড়াতাড়ি যা রে, দাদা
মিনতি তোর কাছে
নইলে সব বউ কিনে লিবে
পয়সা যাদের আছে
তাড়াতাড়ি যা রে, দাদা
মিনতি তোর কাছে
নইলে সব বউ কিনে লিবে
পয়সা যাদের আছে
দাদা, বুঝিস না কেন
এমন বায়না ধরি রে?
মেলা থেকে বউ এনে দে
দাদা, পায়ে পড়ি রে
মেলা থেকে বউ এনে দে
নয়তো কলসি-দড়ি দে রে, দাদা
ডুবে মরি রে
কলসি-দড়ি দে রে, দাদা
ডুবে মরি রে
দাদা, পায়ে পড়ি রে
মেলা থেকে বউ এনে দে
দাদা, পায়ে পড়ি রে
মেলা থেকে বউ এনে দে
Поcмотреть все песни артиста
Sanatçının diğer albümleri