Kishore Kumar Hits

Indrani Sen - Sukher Majhe Tomay Dekhechhi şarkı sözleri

Sanatçı: Indrani Sen

albüm: Aami Tareyi Khunjey Berai


সুখের মাঝে তোমায় দেখেছি
দুঃখে তোমায় পেয়েছি
পেয়েছি প্রাণ ভরে
সুখের মাঝে তোমায় দেখেছি
হারিয়ে তোমায় গোপন রেখেছি
পেয়ে আবার হারাই মিলন ঘোরে
সুখের মাঝে তোমায় দেখেছি

চিরজীবন আমার বীণা তারে
তোমার আঘাত লাগল
আঘাত লাগল বারে বারে
চিরজীবন আমার বীণা তারে
তোমার আঘাত লাগল
আঘাত লাগল বারে বারে
তাই তো আমার নানা সুরের তানে
প্রাণে তোমার পরশ প্রাণে নিলেম প্রাণে ধরে
সুখের মাঝে তোমায় দেখেছি

আজ তো আমি ভয় করি নে আর
লীলা যদি ফুরায়
যদি ফুরায় হেথাকার
নূতন আলোয় নূতন অন্ধকারে
লও যদি বা নূতন সিন্ধুপারে
নূতন আলোয় নূতন অন্ধকারে
লও যদি বা নূতন সিন্ধুপারে
তবু তুমি সেই তো আমার তুমি
আবার তোমায় চিনব নূতন করে
সুখের মাঝে তোমায় দেখেছি

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar