আমি এক চোখে রেখেছি তোমার ছবি
আর এক চোখে ব্যথা সাজাইয়া
আমি এক চোখে ধরেছি তোমার স্মৃতি
আর এক চোখে শোকের দরিয়া
আমার দুই চোখে আন্ধার তোমার কারণে
বলো কেমনে থাকি ভুলিয়া
ও দরদি, একবার আসো গো ফিরিয়া
আসিয়া তুমি যাও আমায় কান্দাইয়া
ও দরদি, একবার আসো গো ফিরিয়া
আসিয়া তুমি যাও আমায় কান্দাইয়া
আমি এক বুকে রেখেছি তোমার কথা
হৃদয়ে মালা বানাইয়া
আমি এক বুকে বেঁধেছি দুঃখের পাথর
তুমি গেছো আগুন জ্বালাইয়া
আমার দুই চোখে আন্ধার তোমার কারণে
বলো কেমনে থাকি ভুলিয়া
ও দরদি, একবার আসো গো ফিরিয়া
আসিয়া তুমি যাও আমায় কান্দাইয়া
ও দরদি, একবার আসো গো ফিরিয়া
আসিয়া তুমি যাও আমায় কান্দাইয়া
♪
আমার বুকের লোনা জলে তোমার হাসি
ব্যথা কাটে সাঁতরাইয়া
রাতের আঁধারে তোমার পায়ের মাদল
সুখের ঘুম নেয় কাড়িয়া
আমার দুই চোখে আন্ধার তোমার কারণে
বলো কেমনে থাকি ভুলিয়া
ও দরদি, একবার আসো গো ফিরিয়া
আসিয়া তুমি যাও আমায় কান্দাইয়া
ও দরদি, একবার আসো গো ফিরিয়া
আসিয়া তুমি যাও আমায় কান্দাইয়া
♪
আমার দুই চোখে আন্ধার তোমার কারণে
বলো কেমনে থাকি ভুলিয়া
ও দরদি, একবার আসো গো ফিরিয়া
আসিয়া তুমি যাও আমায় কান্দাইয়া
ও দরদি, একবার আসো গো ফিরিয়া
আসিয়া তুমি যাও আমায় কান্দাইয়া
আমি এক চোখে রেখেছি তোমার ছবি
আর এক চোখে ব্যথা সাজাইয়া
আমি এক চোখে ধরেছি তোমার স্মৃতি
আর এক চোখে শোকের দরিয়া
আমার দুই চোখে আন্ধার তোমার কারণে
বলো কেমনে থাকি ভুলিয়া
ও দরদি, একবার আসো গো ফিরিয়া
আসিয়া তুমি যাও আমায় কান্দাইয়া
ও দরদি, একবার আসো গো ফিরিয়া
আসিয়া তুমি যাও আমায় কান্দাইয়া
ও দরদি, একবার আসো গো ফিরিয়া
আসিয়া তুমি যাও আমায় কান্দাইয়া
ও দরদি, একবার আসো গো ফিরিয়া
আসিয়া তুমি যাও আমায় কান্দাইয়া
Поcмотреть все песни артиста
Sanatçının diğer albümleri