Kishore Kumar Hits

Biplob - Maye Ti Akasher Chad şarkı sözleri

Sanatçı: Biplob

albüm: Biplob Collection


মেয়েটি আকাশের চাঁদ
ছেলেটি ছুঁতে চায় ঐ চাঁদ
মেয়েটি আকাশের তারা
ছেলেটি সেই তারা দেখে
দিশেহারা দিশেহারা
মেয়েটি আকাশের চাঁদ
ছেলেটি ছুঁতে চায় ঐ চাঁদ
মেয়েটি আকাশের তারা
ছেলেটি হল দিশেহারা
মেয়েটি আহা চাঁদ তারা হোক
যাই তাই
ছেলেটির তাকে চাই চাই চাই চাই
তোমরা বল
বলনা
মেয়েটিকে কেন ছেলেটি পাবে না?
ছেলেটি কখনো ভাবেনি
মেয়েটিকে ছোঁয়া বড় দায়
বামন হয়েও ছেলেটি চাঁদের দিকে
হাত বাড়ায়
মেয়েটি আহা চাঁদ তারা হোক
যাই তাই
মেয়েটির প্রেমে ডুবে ডুবে
ছেলেটি হাবুডুবু খায়
ছেলেটি কিন্তু জেনেশুনেই
বিষ পান যে করতে চায়
মেয়েটি আহা চাঁদ তারা হোক
যাই তাই

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar