Biplob - Mon Valo Nei şarkı sözleri
Sanatçı:
Biplob
albüm: Biplob Collection
হলুদ রংয়ের বিকেল টা তো ভাল তো লাগে না
আঁকা বাঁকা মেঠো পথে রাখাল বাঁশি বাজায় না ।।
মন মাঝে মেঘ জমেছে রংধনু জাগে না
আকাশের মন ভালো নেই পাখি দের মন ভালো নেই
গোলাপের মন ভালো নেই, আমাদের মন ভালো নেই
গোলাপের ভ্রমর গেছে বৃন্দাবনে নিমন্ত্রনে
সাদা রং পায়রা গুলো নেই তো আর আমার সনে
প্রজাপতির পাখনা জুড়ে বাউলা বাতাস বহে না
শান্ত নদীর শান্ত ঢেউয়ে চাঁদ কথা বলে না
মন মাঝে মেঘ জমেছে রংধনু জাগে না
আকাশের মন ভালো নেই পাখি দের মন ভালো নেই
গোলাপের মন ভালো নেই, আমাদের মন ভালো নেই
ভুল করেছি আমি পাহাড়ি মেয়ের কথায়
মনকে উড়িয়ে দিয়ে আকাশী আকাশ সীমায়
মেঘে মেঘে শরৎ আসে নীল শাড়ী জড়ায় না
উদাসী উদাসপুরে মহুয়া ছড়ায় না
মন মাঝে মেঘ জমেছে রংধনু জাগে না
আকাশের মন ভালো নেই পাখি দের মন ভালো নেই
গোলাপের মন ভালো নেই, আমাদের মন ভালো নেই
হলুদ রংয়ের বিকেল টা তো ভাল তো লাগে না
আকা বাকা মেঠো পথে রাখাল বাঁশি বাজায় না
মন মাঝে মেঘ জমেছে রংধনু জাগে না
আকাশের মন ভালো নেই পাখি দের মন ভালো নেই
গোলাপের মন ভালো নেই, আমাদের মন ভালো নেই
Поcмотреть все песни артиста
Sanatçının diğer albümleri