হায় আল্লাহ্ কেমন প্রেম রে
শান্তি নাই আমার অন্তরে
এই ছিল আমার কপালে
দু'চোখে আন্ধার দেখি রে
হায় আল্লাহ্ কেমন প্রেম রে
শান্তি নাই আমার অন্তরে
♪
মনে আনন্দ নাই, অন্তরে শান্তি নাই
ভিক্ষা চাই, শান্তি আমায় দাও আল্লাহ্
♪
মনে আনন্দ নাই, অন্তরে শান্তি নাই
ভিক্ষা চাই, শান্তি আমায় দাও আল্লাহ্
হায়রে নিয়তি, করি মিনতি
দাওনা সুখ আমারে
শান্তি নাই আমার অন্তরে
হায় আল্লাহ্ কেমন প্রেম রে
শান্তি নাই আমার অন্তরে
♪
পাইনা যারে চাই, প্রেমের যে মূল্য নাই
ভালোবাসা কারে কয় আল্লাহ্
♪
আমি পাইনা যারে চাই, প্রেমের যে মূল্য নাই
ভালোবাসা কারে কয় আল্লাহ্
হায়রে নিয়তি, করি মিনতি
দাওনা সুখ আমারে
শান্তি নাই আমার অন্তরে
হায় আল্লাহ্ কেমন প্রেম রে
শান্তি নাই আমার অন্তরে
এই ছিল আমার কপালে
দুইচোখে আন্ধার দেখি রে
হায় আল্লাহ্ কেমন প্রেম রে
শান্তি নাই আমার অন্তরে
দু'চোখে আন্ধার দেখি রে
শান্তি নাই আমার অন্তরে
দু'চোখে আন্ধার দেখি রে
শান্তি নাই আমার অন্তরে
Поcмотреть все песни артиста
Sanatçının diğer albümleri