Rinku - Allah Balo Mon Re Pakhi şarkı sözleri
Sanatçı:
Rinku
albüm: Bhab Nagar
আল্লাহ বলো মন রে পাখি
একবার আল্লাহ বলো মন রে পাখি
ভবে কেউ কারো নয় দুঃখের দুখী
কেউ কারো নয় দুঃখের দুখী
আল্লাহ বলো মন রে পাখি
একবার আল্লাহ বলো মন রে পাখি
♪
ভুলো না রে ভব ভ্রান্ত কাজে
আখেরে এসব কাণ্ড মিছে
ভুলো না রে ভব কাণ্ড কাজে
আখেরে এসব কান্ড মিছে
ভবে আসতে একা যেতে একা
আসতে একা যেতে একা
এ ভব-পিরিতের ফল আছে কি?
আল্লাহ বলো মন রে পাখি
একবার আল্লাহ বলো মন রে পাখি
♪
হাওয়া বন্ধ হলে সুবাদ কিছুই নাই
বাড়ির বাহির করবেন সবাই
হওয়া বন্ধ হলে সুবাদ কিছুই নাই
বাড়ির বাহির করবেন সবাই
বোনরে, কেবা আপন পর কে তখন
কেবা আপন পর কে তখন
দেখে শুনে খেদে ঝরবে আঁখি
আল্লাহ বলো মন রে পাখি
একবার আল্লাহ বলো মন রে পাখি
♪
গোরেরও কিনারে যখন লয়ে যায়
কাঁদিয়ে সবাই পরান ত্যাজতে চায়
গোরেরও কিনারে যখন লয়ে যায়
কাঁদিয়ে সবাই পরান ত্যাজতে চায়
লালন বলে, "কেউ কারো গোরে কেউ না যায়"
লালন বলে, "কারো গোরে কেউ না যায়"
থাকিতে মন হয় একাকি
আল্লাহ বলো মন রে পাখি
একবার আল্লাহ বলো মন রে পাখি
ভবে কেউ কারো নয় দুঃখের দুখী
কেউ কারো নয় দুঃখের দুখী
আল্লাহ বলো মন রে পাখি
একবার আল্লাহ বলো মন রে পাখি
বলো মন রে পাখি
বলো মন রে পাখি
Поcмотреть все песни артиста
Sanatçının diğer albümleri