Kishore Kumar Hits

Indranil Sen - Ebar Ujar Kore şarkı sözleri

Sanatçı: Indranil Sen

albüm: Tomare Jani


এবার উজাড় করে লও হে আমার
যা-কিছু সম্বল
ফিরে চাও, ফিরে চাও
ফিরে চাও ওগো চঞ্চল
এবার উজাড় করে লও হে আমার
যা-কিছু সম্বল

চৈত্ররাতের বেলায় নাহয়
এক প্রহরের খেলায়
চৈত্ররাতের বেলায় নাহয়
এক প্রহরের খেলায়
আমার স্বপনস্বরূপিনী প্রাণে
দাও পেতে অঞ্চল
ফিরে চাও, ফিরে চাও
ফিরে চাও ওগো চঞ্চল
এবার উজাড় করে লও হে আমার
যা-কিছু সম্বল

যদি এই ছিল গো মনে
যদি পরম দিনের স্মরণ ঘুচাও চরম অযতনে
যদি এই ছিল গো মনে
যদি পরম দিনের স্মরণ ঘুচাও চরম অযতনে
তবে ভাঙা খেলার ঘরে
নাহয় দাঁড়াও ক্ষণেক-তরে-
তবে ভাঙা খেলার ঘরে
নাহয় দাঁড়াও ক্ষণেক-তরে-
সেথা ধুলায় ধুলায় ছড়াও হেলায়
ছিন্ন ফুলের দল
ফিরে চাও, ফিরে চাও
ফিরে চাও ওগো চঞ্চল
এবার উজাড় করে লও হে আমার
যা-কিছু সম্বল
ফিরে চাও, ফিরে চাও
ফিরে চাও ওগো চঞ্চল
এবার উজাড় করে লও হে আমার
যা-কিছু সম্বল

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar