Kishore Kumar Hits

Indranil Sen - Nidra Hara Rater şarkı sözleri

Sanatçı: Indranil Sen

albüm: Nidra Hara Rater


নিদ্রাহারা রাতের এ গান
বাঁধব আমি কেমন সুরে
নিদ্রাহারা রাতের এ গান
কোন রজনীগন্ধা হতে আনব
কোন রজনীগন্ধা হতে আনব
সে তান কণ্ঠে পূরে
নিদ্রাহারা রাতের এ গান
বাঁধব আমি কেমন সুরে
নিদ্রাহারা রাতের এ গান

সুরের কাঙাল আমার ব্যথা
ছায়ার কাঙাল রৌদ্র যথা
সাঁজ-সকালে বনের পথে
উদাস হয়ে বেড়ায় ঘুরে
নিদ্রাহারা রাতের এ গান
বাঁধব আমি কেমন সুরে
নিদ্রাহারা রাতের এ গান

ওগো, সে কোন বিহান বেলায়
এই পথে কার পায়ের তলে
নাম না জানা তৃণকুসুম
নাম না জানা তৃণকুসুম
শিউরেছিল শিশিরজলে
কার পায়ের তলে
অলকে তার একটি গুছি
করবীফুল রক্তরুচি
নয়ন করে কী ফুল চয়ন
নীল গগনে
কী ফুল চয়ন
দূরে দূরে
নিদ্রাহারা রাতের এ গান
বাঁধব আমি কেমন সুরে
নিদ্রাহারা রাতের এ গান

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar