লাল পাড় হলুদ শাড়ি পরে মেয়েটি লাগছে ভারি চমৎকার! বাসের seaat তাকে ছেড়ে দিয়ে বেহালা থেকে রাসবিহারী, আহা চমৎকার! প্রথম দেখাতে প্রেমে আজ পড়তে শিখেছি তোর লাজুক হাসিতে জ্যোৎস্না দেখেছি সত্যি না স্বপ্ন, তুই কেমন নেশা? কারণ তুই হলি আমার রূপকথার রাজকন্যা, whoa রাজকন্যা, whoa ভীড়ে তোর হারিয়ে যাওয়া, জীবন আবার ছন্নছাড়া লাগে ভয়, বড়ো লাগে ভয় একি stop-এ সাথে নামা, নিয়তির এমনি খেলা কার এই দায়, দিই কাকে দায়? তোর রূপে হারিয়ে চেতনা ভুলিয়ে তুই সবই বেদনা তুই ছাড়া আর কারোর সাধ্যি নয় মুহূর্তে যেই রাস্তায় তোর নামা যানজট-মাঝে সব থমকে যাওয়া মুগ্ধ মন তোকেই কাছে চায় প্রথম দেখাতে প্রেমে আজ পড়তে শিখেছি তোর লাজুক হাসিতে জ্যোৎস্না দেখেছি, oh সত্যি না স্বপ্ন, তুই কেমন নেশা? কারণ তুই হলি আমার রূপকথার রাজকন্যা, whoa রাজকন্যা, whoa শিল্পী তুমি, হে খোদা, সৃষ্টি তোমার অপরূপা যতই করি তারিফ তার রূপের ততই যেন কম বলা দু চোখ ভরে দেখে যাই তোকে দুপুর ছায়ার স্নিগ্ধতা সময়ের খেই হারিয়ে ফেলি তবু যে মন ভরে না প্রথম দেখাতে প্রেমে আজ পড়তে শিখেছি তোর লাজুক হাসিতে জ্যোৎস্না দেখেছি সত্যি না স্বপ্ন, তুই কেমন নেশা? কারণ তুই হলি আমার রূপকথার রাজকন্যা, whoa রাজকন্যা, whoa তুই আমার রাজকন্যা