দয়াল বাবা কেবলা কাবা আয়নার কারিগর
দয়াল বাবা কেবলা কাবা আয়নার কারিগর
আয়না বসাইয়া দে মোর কলবের ভিতর বাবারে
আয়না বসাইয়া দে মোর কলবের ভিতর
দয়াল বাবা কেবলা কাবা আয়নার কারিগর
দয়াল বাবা কেবলা কাবা আয়নার কারিগর
আয়না বসাইয়া দে মোর কলবের ভিতর বাবারে
আয়না বসাইয়া দে মোর কলবের ভিতর
আমার বাবা আল হাছানি
যার কাছে মারফতের খনি
আমার বাবা আল হাছানি
যার কাছে মারফতের খনি
কলব হইয়া যায় নুরানি চাইলে এক নজর
কলব হইয়া যায় নুরানি চাইলে এক নজর
আয়না বসাইয়া দে মোর কলবের ভিতর বাবারে
আয়না বসাইয়া দে মোর কলবের ভিতর
দয়াল বাবা কেবলা কাবা আয়নার কারিগর
দয়াল বাবা কেবলা কাবা আয়নার কারিগর
আয়না বসাইয়া দে মোর কলবের ভিতর বাবারে
আয়না বসাইয়া দে মোর কলবের ভিতর
দয়াল আমার ভাঙা তরী
অকূলে দিয়েছি পাড়ি
দয়াল আমার ভাঙা তরী
অকূলে দিয়েছি পাড়ি
জাত, কুল ও মান ত্যাজ্য করে চরণে ভক্তি কর
জাত, কুল ও মান ত্যাজ্য করে চরণে ভক্তি কর
আয়না বসাইয়া দে মোর কলবের ভিতর বাবারে
আয়না বসাইয়া দে মোর কলবের ভিতর
দয়াল বাবা কেবলা কাবা আয়নার কারিগর
দয়াল বাবা কেবলা কাবা আয়নার কারিগর
আয়না বসাইয়া দে মোর কলবের ভিতর বাবারে
আয়না বসাইয়া দে মোর কলবের ভিতর
বাবা তোমার নাম ভরসায়
অকূলে দিয়েছি সাঁতার
বাবা তোমার নাম ভরসায়
অকূলে দিয়েছি সাঁতার
নজরুল কান্দে গানের ছন্দে লইতে তোর খবর
নজরুল কান্দে গানের ছন্দে লইতে তোর খবর
আয়না বসাইয়া দে মোর কলবের ভিতর বাবারে
আয়না বসাইয়া দে মোর কলবের ভিতর
দয়াল বাবা কেবলা কাবা আয়নার কারিগর
দয়াল বাবা কেবলা কাবা আয়নার কারিগর
আয়না বসাইয়া দে মোর কলবের ভিতর বাবারে
আয়না বসাইয়া দে মোর কলবের ভিতর
Поcмотреть все песни артиста
Sanatçının diğer albümleri