Kishore Kumar Hits

Rupam Islam - Bhorer Batashe - Live Recording şarkı sözleri

Sanatçı: Rupam Islam

albüm: Ekushe Ekok Live, Pt. 2 (Online Solo Concert) [Live Recording]


একটু mood-টা change করছি এইখানে
কারণ nostalgia-র মধ্যে অবশ্যই একটা melancholy থাকে
কিন্তু তাও basically
যখন ওই 'আহা-হা' আমরা গাই
সেটা দিয়ে আনন্দেরই প্রকাশ ঘটে

কিন্তু আমি এই মুহূর্তে বিষণ্ণতাকে address করতে চাই
আমরা এমন একটা বছর পেরিয়ে এলাম
যে বছরটা আমাদের বিষণ্ণতার নতুন মানে শিখিয়েছে
একাকীত্বকে আরো বেশি করে চিনিয়েছে
যা খুব একটা মধুর নয়

ভোরের বাতাসে যত স্নিগ্ধতা আছে
বন্ধক রেখেছিলাম প্রেমের কাছে
রোদের আদরে যত তীব্রতা আছে
হেলায় ফিরিয়ে দিয়েছি আকাশে
নিঃস্ব, নিঃস্ব, নিঃস্ব এক বিশ্ব বিস্ময়ে
ভালোবেসে আমার নিহন্তাকে
দুঃস্বপ্নে দুচোখ, শাস্তি যাবজ্জীবন
কী করে ভুলি রাজকন্যাকে
কেন করলে এরকম, বলো?
কেন করলে এরকম?
কেন করলে এরকম, বলো?
কেন করলে এরকম?

দেখুন, এই 'আহা-হা' এর মধ্যে যে একটা সামাজিকতা
মানে, সবার সবার কাছে আসা, পাশে বসা
একসঙ্গে গলা মেলানো
এই ব্যাপারটা ছিল এটা তার বিপরীত প্রক্রিয়া
সেটা যেমন দরকার তেমনি
মাঝে মাঝে একা হয়ে যাওয়াটাও জরুরি
এই সময়টা একা হয়ে যাওয়ার
এবং মনে মনে কারো কথা আসতেই পারে
সেটা মনে, সেটা প্রকাশ্যে নয়
এই সময়টা সে মনে মনে অবগাহনের

আজ নকল লাগে সব সুখের কাহিনী
দীর্ঘশ্বাস দীর্ঘ যামিনী
নতুন পরিচয় বাড়ে শুধুই গ্লানি
হাতড়ায় হাত, ছুঁতে চায় যাকে চিনি
উফ্, কতদিন তোমাকে দেখিনি
দেখতেও চাই না এ কথা মিথ্যে নয়
আসলে জীবন বলে সত্যিই কিছু নেই
জীবন জীবিত থাকার অভিনয়
কেন করলে এরকম, বলো?
কেন করলে এরকম?
কেন করলে এরকম, বলো?

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar