সাজলে তোমায় লাগবে আরও ভালো তবুও এর'ম খানিক এলোমেলো পারলে থেকেই যেও আমার চেষ্টায়, আমার কষ্টে তুমি অন্য কারো পারো হতে তবু মাঝে মাঝে বেখেয়ালের স্রোতে গা ভাসিয়েই দেখো এই সস্তার সময় নষ্টে তুমি আমার বন্ধু হলে গর্ব আমার হতেই পারে গর্ব হতেই পারে তোমার জন্য তোমার মতো বন্ধু পেয়ে তোমার দিকে চেয়ে চেয়ে মনে হতেই পারে আমি ধন্য বন্ধুত্বের অনেক কথার অনেক রকম সতর্কতার আড়াল থেকে বেরিয়ে এলে অন্য অন্য কোনো মনোভাবের অনেক চাহিদা অভাবের আমার স্বার্থপরতার অরণ্য তুমি আসবে কি? সাথে আসবে কি? যদি যাই আমি সেই বনবাসে তুমি আসবে কি? ভালোবাসবে কি? যদি চাই তোমায় আমার আশেপাশে ♪ রাত আড়াইটে হঠাৎ উঠে আলতো ঘুমে আবেশ ছুটে খুঁজছি যখন তোমায় তোমায় আমার গানে তখন এ নয় আবোলতাবোল আমার মাথাও হয়নি পাগল যদিও তুমি বুঝবে না এর মানে ♪ অনর্থক অনেক কথা অনেক রকম জটিলতার আড়াল থেকে মেলছে ডানা দামি ইচ্ছে ভালোবাসার বাড়ি-গাড়ি Stock সীমিত, তাড়াতাড়ি রাস্তায় সস্তায় অর্থনীতি বিকোচ্ছে ♪ তবু ঘষা কাঁচের আড়াল থেকেও কেমন করে যেন ফেলছি দেখে দু'য়ে দু'য়ে চার মাথাতে পথ-বিপথের ভ্রান্তি হবার যা নয় হবে না তা বাহুল্য সব ছাতার মাথা না বলা প্রেম গত হলেই শান্তি তুমি আসবে কি? সাথে আসবে কি? যদি চাই তোমায় এই বনবাসে তুমি আসবে কি? ভালোবাসবে কি? যদি চাই তোমায় আমার আশেপাশে