যদি তুমি ডাকো যেমন করে ডাকো তুমি যদি তুমি থাকো যেমন করে থাকো তুমি যদি তুমি ডাকো যেমন করে ডাকো তুমি যদি তুমি থাকো যেমন করে থাকো তুমি (থাকো তুমি) জোছনার মিছিলে মিশে চলে যাবো হেঁয়ালির সমাধান তোমাকেই বলে যাবো যদি থাকো পাশে অথবা যোজন দূরে আলোর অবকাশে কিংবা ছায়াপথ ঘুরে জোছনার মিছিলে মিশে চলে যাবো হেঁয়ালির সমাধান তোমাকেই বলে যাবো ♪ যদি তোমার ঘরে আমার শরীরে নামে রাত অজানা মন্তরে ভালোবাসা ফিরেছে হঠাৎ যদি এমন হতো আবার কি আঁকতে ছবি? তুমি তো সব পারো হে আমার শ্রেষ্ঠ কবি যদি সময় করে এ অসময়ের শহরে যদি আঘাত করে ধুয়ে দাও ক্ষত আদরে তোমার আঘাতে মৃত তৃণদের দলে যাবো প্রেমের রহস্যের সংকেত বলে যাবো ও, জোছনার মিছিলে মিশে চলে যাবো (চলে যাবো, চলে যাবো) হেঁয়ালির সমাধান তোমাকেই বলে যাবো