Kishore Kumar Hits

Rupam Islam - Hajar Squarefeete Swapner Bari_(From"Ek Phali Rod") şarkı sözleri

Sanatçı: Rupam Islam

albüm: Rupam Islam Movie Hits Jukebox


হাজার স্কোয়ারফিটে স্বপ্নের বাড়ি
ভাবনার আঁকিবুঁকি কথা সারি সারি
এ দেওয়ালে প্লাসমা ও দেওয়াল খালি
ওখানে রাখতে পারো সালভাদোর দালি
নীল কার্পেট যেন সমুদ্র ঢেউ
এখানে আসবে বলেছিল কেউ
নীল কার্পেট যেন সমুদ্র ঢেউ
এখানে আসবে বলেছিল কেউ
একধারে ছবি ছাড়া বিষন্ন ফ্রেম
চিঠিটা পেয়েছো তুমি পেয়েছো কি প্রেম
শুন্যতা গিলে খায় একলা আমায়
ঘুম হারা রাতে শুধু দম চাপা ভয়
দরজায় রাখি চোখ হাজার বছর
সে কোথায় জানি না, হলো রাত ভোর

বেডরুমে গোলাপির নরম আরাম
লাগোয়া ব্যালকনি টবে রাখা পাম
দুধ সাদা পরদায় নিষ্পাপ বাসনা
চিঠিতে দিলাম এই ঠিকানা
বেডরুমে গোলাপির নরম আরাম
লাগোয়া ব্যালকনি টবে রাখা পাম
দুধ সাদা পরদায় নিষ্পাপ বাসনা
চিঠিতে দিলাম এই ঠিকানা
একধারে ছবি ছাড়া নির্জন ফ্রেম
আসবে তো বলো তুমি আসবে তো প্রেম
একধারে ছবি ছাড়া নির্জন ফ্রেম
আসবে তো বলো তুমি আসবে তো প্রেম
বসে আছি আসবেতো আসবেতো
আসবেতো প্রেম
শুন্যতা গিলে খায় একলা আমায়
ঘুম হারা রাতে শুধু দম চপা ভয়
দরজায় রাখি চোখ হাজার বছর
সে কোথায় জানি না
হলো রাত ভোর

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar