Rupam Islam - Pichgola Rastai_(From"Ek Phali Rod") şarkı sözleri
Sanatçı:
Rupam Islam
albüm: Rupam Islam Movie Hits Jukebox
পিচগলা রাস্তায় একলা দুপুর
ডুব গলা জলে তুই হারাবি সুর
ডুবুরীর মতো আমি জলে ডুব দেবো না
খুঁজবো না আমি তোকে
তোকে খুঁজবো না
পিচগলা রাস্তায় একলা দুপুর
♪
তেলচিটে বিকেল, হাজরার মোড়
সন্ধ্যের ফুটপাত, অচেনা শহর
CCD-'র বুদবুদ, কফির ফেনা
হুকা বারের ফুসফুস, সাহসী ধোঁয়া
খুঁজবো না আমি তোকে
তোকে খুঁজবো না
পিচগলা রাস্তায় একলা দুপুর
ডুব গলা জলে তুই হারাবি সুর
ডুবুরীর মতো আমি জলে ডুব দেবো না
খুঁজবো না আমি তোকে
তোকে খুঁজবো না
♪
মাঝরাতে long drive, নিশাচর ধাবা
উদ্দাম জীবন, বুক তবু ফাঁকা
এলোমেলো খুঁজে ফেরা গলির নিয়ম
জানালায় তোর মুখ স্বপ্ন যেমন
ধরলেও কেন তোকে
তোকে ধরা যায় না
পিচগলা রাস্তায় একলা দুপুর
ডুব গলা জলে তুই হারাবি সুর
ডুবুরীর মতো আমি জলে ডুব দেবো না
খুঁজবো না আমি তোকে
তোকে খুঁজবো না
পিচগলা রাস্তায়-
ডুব গলা জলে-
পিচ গলা রাস্তায়, রাস্তায়-
Поcмотреть все песни артиста
Sanatçının diğer albümleri