Kishore Kumar Hits

Rupam Islam - Asukhi Jhar şarkı sözleri

Sanatçı: Rupam Islam

albüm: RNB


এক অসুখী ঝড়ের মতো সে
ওই কালো মেঘ জমা আকাশে
জানি বারবার বাঁধাতে আসে
মৌন হোক বিপ্লব
তারপর এক দিন সন্ধ্যায়
তার অনাবিল সুরের ভাষায়
আমি অশান্ত কোনো চিন্তায়
খুঁজে পাই সব
তাকে খুঁজে পাই পাগলামিতে
আমি মিশে যাই ফের আমিতে
করি টেলিফোন খবর নিতে
জীবন কেমন
আমি জানি তার মন ভালো নেই
আমি জানি সে জীবনে আলো নেই
আর আসলে সে সুরে তালও নেই
আমারই মতন
যদি তাকে আজ কাছে পেতে চাই
আমি যদি তার সামনে দাঁড়াই
আমি জানি তার চোখের চাওয়াই
হতে পারে ফলাফল
তবু সে তো হৃদয়ের নাগরিক
জানি হবো তার রক্তের শরিক
তাই আণবিক পারমাণবিক
সব স্বপ্ন সফল

তাকে খুঁজে পাই পাগলামিতে
আমি মিশে যাই ফের আমিতে
করি টেলিফোনে খবর নিতে
জীবন কেমন
আমি জানি তার মন ভালো নেই
আমি জানি সে জীবনে আলো নেই
আর আসলে সে সুরে তালও নেই
আমারই মতো

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar