কিছু দিন আর ক'টা রাত ডায়েরির ভাঁজে থেকে যাক কিছু সময় বলছে আমায় তারাও ছিল রোজনামচায় ♪ কিছু দিন আর ক'টা রাত ডায়েরির ভাঁজে থেকে যাক কিছু সময় বলছে আমায় তারাও ছিল রোজনামচায় কিছু বৃষ্টিভেজা সুখ বলে গল্প বরষার হাঁটুজলে দেখা ছবি বলে না গল্প আবার কিছু রং রঙিন হওয়ার আশা নিয়ে বুকে বেঁচে থাক কিছু কথা ঠোঁটে অযথা হাসি এঁকে দিয়ে চলে যাক ♪ কিছু স্বপ্ন বাঁচে মনে মনে ১২ মাস ঘুম আসবে না জানি চোখ বোজাটাই অভ্যাস আর ক'টা দিন তোমাতেই থাকবো সব শিরা-উপশিরা দিয়ে ভাসবো আর ক'টা দিন তোমাতেই থাকবো সব শিরা-উপশিরা দিয়ে ভাসবো এরকম কিছু ভুল ঠিকের নেশায় আসে ফিরে বারবার আদরে কিছু বেনিয়ম দিয়েছিল সায় ভুলগুলো জমুক ভেতরে