Rafi - Etota Bhalobashi şarkı sözleri
Sanatçı:
Rafi
albüm: Etota Bhalobashi
এতটা কাল ফিরেছি খুঁজে তোমাকে (তোমাকে)
পেয়েছি আজ তোমাকে আমি এভাবে, এভাবে
স্মৃতিগুলো আড়াল করে যতটা ভাবি তোমাকে
হারিয়ে যাই তোমারই মায়ায়, দেবো না এবার হারাতে
এতটা ভালোবাসি তোমায়
এতটা ভালোবাসি তোমায়
এতটা ভালোবাসি তোমায়
এতটা ভালোবাসি তোমায়
♪
এতটা ভালোবাসি তোমায়
এতটা ভালোবাসি তোমায়
♪
ভিজিয়ে অশ্রু হয়ে আমার চোখে বৃষ্টি হয়ে রয়
এখানে এইতো ছিলে, পরক্ষণে গেলে হারিয়ে
অনুভূতি এমন করে কাঁদাবে আমায়
আমি নিখুঁত হয়ে তবুও রঙে হৃদয়ে আবার
এতটা ভালোবাসি তোমায়
এতটা ভালোবাসি তোমায়
এতটা ভালোবাসি তোমায়
এতটা ভালোবাসি তোমায়
(এতটা ভালোবাসি তোমায়)
(এতটা-)
♪
কতটা সময় ধরে অপেক্ষা করালে
কী লাভ হলো?
সারাটা জীবন অপেক্ষা করতে পারতাম
শুধু আফসোস থেকে যেত
একবার দেখবার
তোমায় এতটা ভালোবাসি
এতটা ভালোবাসি তোমায়
এতটা ভালোবাসি তোমায়
এতটা ভালোবাসি তোমায়
এতটা ভালোবাসি তোমায়
(এতটা ভালোবাসি তোমায়)
(এতটা ভালোবাসি তোমায়)
এতটা ভালোবাসি তোমায়
এতটা ভালোবাসি তোমায়
♪
এতটা ভালোবাসি তোমায়
এতটা ভালোবাসি তোমায়
Поcмотреть все песни артиста
Sanatçının diğer albümleri