This song is a beautiful compositions of two sisters Who are very happy together And they profess both of us had a swing Forest of other day It was a swing adorned with garlands We simply wish that we do not lose this tiny remembrance Which loom about every now and then Just like the air was filled with the meaningless words of your mind The sisters rejoice সেদিন দুজনে দুলেছিনু বনে ফুলডোরে বাঁধা ঝুলনা সেদিন দুজনে দুলেছিনু বনে ফুলডোরে বাঁধা ঝুলনা সেই স্মৃতিটুকু কভু খনে খনে যেন জাগে মনে, ভুলো না ভুলো না, ভুলো না, ভুলো না সেদিন দুজনে দুলেছিনু বনে ফুলডোরে বাঁধা ঝুলনা সেই স্মৃতিটুকু কভু খনে খনে যেন জাগে মনে, ভুলো না ভুলো না, ভুলো না, ভুলো না সেদিন দুজনে দুলেছিনু বনে ফুলডোরে বাঁধা ঝুলনা ♪ সেদিন বাতাসে ছিল তুমি জানো- আমারি মনের প্রলাপ জড়ানো সেদিন বাতাসে ছিল তুমি জানো- আমারি মনের প্রলাপ জড়ানো আকাশে আকাশে আছিল ছড়ানো তোমার হাসির তুলনা তুলনা, ভুলো না, ভুলো না সেদিন দুজনে দুলেছিনু বনে ফুলডোরে বাঁধা ঝুলনা ♪ যেতে যেতে পথে পূর্ণিমারাতে চাঁদ উঠেছিল গগনে দেখা হয়েছিল তোমাতে আমাতে কী জানি কী মহা লগনে চাঁদ উঠেছিল গগনে যেতে যেতে পথে পূর্ণিমারাতে চাঁদ উঠেছিল গগনে দেখা হয়েছিল তোমাতে আমাতে কী জানি কী মহা লগনে চাঁদ উঠেছিল গগনে এখন আমার বেলা নাহি আর বহিব একাকী বিরহের ভার- এখন আমার বেলা নাহি আর বহিব একাকী বিরহের ভার- বাঁধিনু যে রাখী পরানে তোমারি সে রাখী খুলো না খুলো না, ভুলো না, ভুলো না সেদিন দুজনে দুলেছিনু বনে ফুলডোরে বাঁধা ঝুলনা সেই স্মৃতিটুকু কভু খনে খনে যেন জাগে মনে, ভুলো না ভুলো না, ভুলো না, ভুলো না সেদিন দুজনে দুলেছিনু বনে ফুলডোরে বাঁধা ঝুলনা সেদিন দুজনে দুলেছিনু বনে ফুলডোরে বাঁধা ঝুলনা