The poet here is restless about the acts of nature and says "Touch my sail with a fresh gush of your wind Come, break my anchor and I'll not regret even if I sink My morning asleep to be in vain and the evening seems to follow suit Please do not restrict me near the soil" ♪ তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে তোমার খোলা হাওয়া টুকরো করে কাছি আমি ডুবতে রাজি আছি আমি ডুবতে রাজি আছি তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে তোমার খোলা হাওয়া টুকরো করে কাছি আমি ডুবতে রাজি আছি আমি ডুবতে রাজি আছি তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে তোমার খোলা হাওয়া ♪ সকাল আমার গেল মিছে বিকেল যে যায় তারি পিছে গো সকাল আমার গেল মিছে বিকেল যে যায় তারি পিছে গো রেখো না আর, বেঁধো না আর কূলের কাছাকাছি আমি ডুবতে রাজি আছি আমি ডুবতে রাজি আছি তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে তোমার খোলা হাওয়া টুকরো করে কাছি আমি ডুবতে রাজি আছি আমি ডুবতে রাজি আছি তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে তোমার খোলা হাওয়া ♪ মাঝির লাগি আছি জাগি সকল রাত্রিবেলা ঢেউগুলো যে আমায় নিয়ে করে কেবল খেলা মাঝির লাগি আছি জাগি সকল রাত্রিবেলা ঢেউগুলো যে আমায় নিয়ে করে কেবল খেলা ঝড়কে আমি করবো মিতে ডরবো না তার ভ্রূকুটিতে ঝড়কে আমি করবো মিছে ডরবো না তার ভ্রূকুটিতে দাও ছেড়ে দাও ওগো আমায় তুফান পেলে বাঁচি আমি ডুবতে রাজি আছি তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে তোমার খোলা হাওয়া টুকরো করে কাছি আমি ডুবতে রাজি আছি আমি ডুবতে রাজি আছি তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে তোমার খোলা হাওয়া