Kishore Kumar Hits

Abanty Maity - Gaan Er Opaare şarkı sözleri

Sanatçı: Abanty Maity

albüm: Top Collection Rabindra Sangeet


In the following song, the poet brings out
The quest of music through love
When an ardent lover tells his beloved
That she was the reason his music gets the panorama
And the life that it does
দাঁড়িয়ে আছ তুমি আমার গানের ও পারে
দাঁড়িয়ে আছ তুমি আমার গানের ও পারে
আমার সুরগুলি পায় চরণ, আমি পাই নে তোমারে
দাঁড়িয়ে আছ তুমি আমার গানের ও পারে
আমার সুরগুলি পায় চরণ, আমি পাই নে তোমারে
দাঁড়িয়ে আছ তুমি আমার গানের ও পারে

বাতাস বহে মরি মরি, আর বেঁধে রেখো না তরী
বাতাস বহে মরি মরি, আর বেঁধে রেখো না তরী
এসো এসো পার হয়ে মোর হৃদয়মাঝারে
দাঁড়িয়ে আছ তুমি আমার গানের ও পারে
আমার সুরগুলি পায় চরণ, আমি পাই নে তোমারে
দাঁড়িয়ে আছ তুমি আমার গানের ও পারে

তোমার সাথে গানের খেলা দূরের খেলা যে
বেদনাতে বাঁশি বাজাও সকল বেলা যে
তোমার সাথে গানের খেলা দূরের খেলা যে
বেদনাতে বাঁশি বাজাও সকল বেলা যে
কবে নিয়ে আমার বাঁশি বাজাবে গো আপনি আসি
আনন্দময় নীরব রাতের নিবিড় আঁধারে
দাঁড়িয়ে আছ তুমি আমার গানের ও পারে
আমার সুরগুলি পায় চরণ, আমি পাই নে তোমারে
দাঁড়িয়ে আছ তুমি আমার গানের ও পারে

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar