Kishore Kumar Hits

Abanty Maity - Amra Notun Jouboner Doot şarkı sözleri

Sanatçı: Abanty Maity

albüm: Top Collection Rabindra Sangeet


This song is an inspirational song for youth
Through this song the youth recalls that we are the future
We may be restless, we may be strange
We may be stubborn, but we are youth
We are the future and destiny to come
আমরা নূতন যৌবনেরই দূত
আমরা চঞ্চল, আমরা অদ্ভুত
আমরা নূতন যৌবনেরই দূত
আমরা চঞ্চল, আমরা অদ্ভুত
আমরা নূতন যৌবনেরই দূত

আমরা বেড়া ভাঙি
আমরা অশোকবনের রাঙা নেশায় রাঙি
ঝঞ্ঝার বন্ধন ছিন্ন করে দিই-
আমরা বিদ্যুৎ, আমরা চঞ্চল
আমরা নূতন যৌবনেরই দূত
আমরা চঞ্চল, আমরা অদ্ভুত
আমরা নূতন যৌবনেরই দূত

আমরা করি ভুল-
অগাধ জলে ঝাঁপ দিয়ে চুবিয়ে পাই কূল
আমরা করি ভুল, আমরা করি ভুল
অগাধ জলে ঝাঁপ দিয়ে চুবিয়ে পাই কূল
আমরা করি ভুল
যেখানে ডাক পড়ে
জীবন-মরণ-ঝড়ে আমরা প্রস্তুত
আমরা চঞ্চল, আমরা অদ্ভুত
আমরা নূতন যৌবনেরই দূত
আমরা চঞ্চল, আমরা অদ্ভুত
আমরা নূতন যৌবনেরই দূত

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar