এই শহর আমায় গিলছে তার শরীর বড়োই নীলচে তার নদীর মতন দু'চোখ ভরা রাত তার বন্দর মেঘের মতো মেখে অজস্র বিজ্ঞাপন আর আলোর railing মেঘলা যাতায়াত ♪ এই শহর আমায় গিলছে তার শরীর বড়োই নীলচে তার নদীর মতন দু'চোখ ভরা রাত তার বন্দর মেঘের মতো মেখে অজস্র বিজ্ঞাপন আর আলোর railing মেঘলা যাতায়াত কোনো শব্দ নয়, শব্দ নয় এ আমার শহর ঘুমিয়ে আছে ভীরের মধ্যে হাঁটছে বোবা প্রাণ কোনো শব্দ নয়, শব্দ নয় এ আমার শহর লুকিয়ে দূরে ভেসে যাচ্চে জমাট অভিমান চলো অন্য কোথাও চলো অন্য কোথাও ♪ এই শহরে কুশল তুমি নিজের মতন জ্বলো আর নিভে গেলেও আগুন রঙা হাত তার প্রেমের মতন গন্ধ আর শরৎ মাখা আঙুল তার বৃষ্টির মতন নীরব পায়ের ছাপ (বৃষ্টির মতন নীরব পায়ের ছাপ) কোনো শব্দ নয়, শব্দ নয় এ আমার শহর ঘুমিয়ে আছে ভীরের মধ্যে হাঁটছে বোবা প্রাণ কোনো শব্দ নয়, শব্দ নয় এ আমার শহর লুকিয়ে দূরে ভেসে যাচ্চে জমাট অভিমান চলো অন্য কোথাও চলো অন্য কোথাও অন্তহীন রাত্রি-দিন মিশে যাচ্চে সাদা পাতার বুকে লেখা গল্পে অন্তহীন রাত্রি-দিন মিশে যাচ্চে চেনা রাস্তার মোড়ে Traffic আলোর গর্ভে ♪ অন্য কোথাও চলো অন্য কোথাও চলো অন্য কোথাও চলো-