ফোয়ারায় ঘিরে থাকে মন টুপটাপ ঝরে পড়ে জল আঙ্গুলে জড়িয়ে রাখা ভুল ভুলটুকু আজও সম্বল ♪ ফোয়ারায় ঘিরে থাকে মন টুপটাপ ঝরে পড়ে জল আঙ্গুলে জড়িয়ে রাখা ভুল ভুলটুকু আজও সম্বল অনাদরে পড়ে থাকে বাঁশি ভিজে যায় শরীরের ঢাল ভালোবাসা নিয়মমাফিক আজও ছুঁয়ে দেয় জ্বরের কপাল কে চলে যায় এমন দিনে? কে আসে আজ ফিরে? কে দাঁড়ালো মেঘ ছড়িয়ে অশ্রু-নদীর তীরে? কে রেখে যায় স্মৃতির সুধা? কে করে যায় ঋণী? কে বলে আজ মুখ তুলে চাও লক্ষীটি, নন্দিনী? কে ভেসে যায় চোখের জলে? কে ডুবে যায় ঘোরে? কে জানে কার মেঘলা দিনে লাবণ্যে হাত পোড়ে? ভুল পথে যাতায়াত রোজ সস্তায় কিনে আনে ফুল ফুলেদের দায় নেই আর ইশারায় খুলে দেয় চুল বিশ্বাসে মিশে থাকে বিষ চিরকুটে লিখে রাখা গান ফোয়ারায় এসেছি দু'জন মুছে দিতে পরকীয়া টান ফোয়ারায় ঘিরে থাকে মন টুপটাপ ঝরে পড়ে জল ফোয়ারায় এসেছি দু'জন ভুলটুকু আজও সম্বল অনাদরে পরে থাকে বাঁশি ভিজে যায় শরীরের ঢাল ভালোবাসা নিয়মমাফিক আজও ছুঁয়ে দেয় জ্বরের কপাল