Kishore Kumar Hits

Azam Khan - Dayra Joj şarkı sözleri

Sanatçı: Azam Khan

albüm: Dayra Joj


দায়রা জজের আদালতে
বন্ধু আমার কেস ঠুকেছে
টেনশনে কইলজা শুকায় যায়, যায় রে
চোখের ঘুম হারাম হইয়া যায়
দায়রা জজের আদালতে
বন্ধু আমার কেস ঠুকেছে
টেনশনে কইলজা শুকায় যায়, যায় রে
চোখের ঘুম হারাম হইয়া যায়

জায়গা-জমিন নয় রে বিষয়, বিষয় দু'টি মনেরই
জায়গা-জমিন নয় রে বিষয়, বিষয় দু'টি মনেরই
মনঘরে ঢুকে নাকি করছি আমি রাহাজানি
মনঘরে ঢুকে নাকি করছি আমি রাহাজানি
জড়াইলো সাজানো মামলায় রে বন্ধু
নাওয়া খাওয়া বন্ধ হইয়া যায়, যায় রে
চোখের ঘুম হারাম হইয়া যায়
দায়রা জজের আদালতে
বন্ধু আমার কেস ঠুকেছে
টেনশনে কইলজা শুকায় যায়, যায় রে
চোখের ঘুম হারাম হইয়া যায়

উকিল-মোক্তার আছেন সবাই, চলছে কোর্টে শুনানী
উকিল মোক্তার আছেন সবাই, চলছে কোর্টে শুনানী
কী যে রায় হবে শেষে, জানেন অন্তর্যামী
কী যে রায় হবে শেষে, জানেন অন্তর্যামী
তোমার আমার জানার সাধ্য নাই, বন্ধু
এমন বন্ধু কেমনে জুইটা যায়, যায় রে
চোখের ঘুম হারাম হইয়া যায়
দায়রা জজের আদালতে
বন্ধু আমার কেস ঠুকেছে
টেনশনে কইলজা শুকায় যায়, যায় রে
চোখের ঘুম হারাম হইয়া যায়
দায়রা জজের আদালতে
বন্ধু আমার কেস ঠুকেছে
টেনশনে কইলজা শুকায় যায়, যায় রে
চোখের ঘুম হারাম হইয়া যায়

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar