চলো না হারাই জাদুর শহরে যেখানে প্রতিক্ষণ অবিরাম সুখ নীরবে হেঁটে যাও আলোর মিছিলে দু'মুঠো ভালোবাসা নিয়ে যাও মেঘের আড়ালে লুকিয়ে চাঁদ অথবা দুপুরে সূর্যের আলোরণ তীব্র কুয়াশা রাতে জোনাকি পোকার গান অজানা সীমান্ত সব অজানাই থাক তবু কেন এত দূরে কাছে কেন আসো না কিছু ভুল রঙের ফুল নিয়ে বেঁচে থাকা বৃথা জানি না তুমি কী জানি না আমি কী জানে কে, জানে কে? জানে কে? বলো না বোলো না জানি না বোলো না, সবই মিছে, সবই বৃথা বলো না বলো না প্রিয়তমা, প্রিয়তমা প্রিয়তমা, প্রিয়তমা প্রিয়তমা, প্রিয়তমা