এ, ভুলে যাও শবনম দাগগুলো মুছে ফেলো সংকট স্বীকার করে নাও দেখো, নেই বলে কিছু নেই একবার চেয়ে দেখো সবকিছু এখানেই এ, ভুলে যাও শবনম দাগগুলো মুছে ফেলো সংকট স্বীকার করে নাও দেখো, নেই বলে কিছু নেই একবার চেয়ে দেখো সবকিছু এখানেই এ, ভুলে যাও শবনম ♪ সম্পুর্ণ গান আমি জানি না একটা পাখি গলা ছেড়ে গায় আমি তার পাশেই পাতা হয়ে রই গান শিখে নেই কথায় কথায় সম্পুর্ণ গান আমি জানি না একটা পাখি গলা ছেড়ে গায় আমি তার পাশেই পাতা হয়ে রই গান শিখে নেই কথায় কথায় কথাটাই শেষ নয় চুপ করে শোনো কিছু যদি তুমি চাও এ, ভুলে যাও শবনম ♪ একদিন নদী তার রূপে নাচবেই একদিন ঢেউয়ে তার ছবি আঁকবেই একদিন চা-বাগান সুখে হাসবেই একদিন পাহাড়ের বুকে বাঁচবোই একদিন নদী তার রূপে নাচবেই একদিন ঢেউয়ে তার ছবি আঁকবেই একদিন চা-বাগান সুখে হাসবেই একদিন পাহাড়ের বুকে বাঁচবোই ততদিন ভালো থেকো আমাকে গান লিখো যদি ফিরে পাও এ, ভুলে যাও শবনম দাগগুলো মুছে ফেলো সংকট স্বীকার করে নাও দেখো, নেই বলে কিছু নেই একবার চেয়ে দেখো সবকিছু এখানেই এ, ভুলে যাও শবনম...