কেন ভালো লাগে না মনটা বোঝে না খোঁজে না স্বপ্নে যে তাই আসা যাওয়া একটা বোকা পাখি হয়ে বসে থাকি ভাবনা রাখি শুকনো ডালে এলোমেলো হাওয়া কেন ভাল লাগে না মনটা বোঝে না খোঁজে না স্বপ্নে যে তাই আসা যাওয়া একটা বোকা পাখি হয়ে বসে থাকি ভাবনা রাখি শুকনো ডালে এলোমেলো হাওয়া ছোট ছোট ঘর ও উঁচু উঁচু বাড়ি কারফিও ডাকে ওঠো তাড়াতাড়ি হাতের মুঠোয় এক গ্লাস জাদু এক টান নীল বিষ বুকে নিয়ে ফিরি এ ছোট ছোট ঘর ও উঁচু উঁচু বাড়ি বাড়ি কারফিও ডাকে ওঠো তাড়াতাড়ি হাতের মুঠোয় এক গ্লাস জাদু এক টান নীল বিষ বুকে নিয়ে ফিরি কিছুই ছাড়ছি না কিছুই ধরছি না ধরা দিচ্ছে না স্বপ্নে যে তাই আসা যাওয়া একটা বোকা পাখি হয়ে বসে থাকি ভাবনা রাখি শুকনো ডালে এলোমেলো হাওয়া আয়নায় রেখে নিজেকে দেখে কিছুই করতে পারছি না ছুরি নিয়ে হাতে ধার নেই তাতে খুঁজছি ধারালো সান্ত্বনা না না না না আয়নায় রেখে রেখে নিজেকে দেখে কিছুই করতে পারছি না ছুরি নিয়ে হাতে ধার নেই তাতে খুঁজছি ধারালো সান্ত্বনা কেউ তো ডাকে না আমি ফিরছি না কোথাও যাচ্ছি না স্বপ্নে যে তাই আসা যাওয়া একটা বোকা পাখি হয়ে বসে থাকি ভাবনা রাখি শুকনো ডালে এলোমেলো হাওয়া কেন ভালো লাগে না মনটা বোঝে না খোঁজে না স্বপ্নে যে তাই আসা যাওয়া একটা বোকা পাখি হয়ে বসে থাকি ভাবনা রাখি শুকনো ডালে এলোমেলো হাওয়া