ভোর থেকে রাত আঁধার থেকে আলো তোমার সাথে রঙের খেলা সাদা হতে কালো সবুজ থেকে লাল লাল থেকে নীল নীল মানে আকাশ ওড়ে সাগর গাঙচিল স্বপ্নের মতো সত্যি একটা রঙ ঘরে একটা কথা এখন বলি একটা শুনো পরে একটা ভাঙ্গা পেন্সিল আর অর্ধেক খাতা লেখা অর্ধেক রঙ চুরি গেল তাই অর্ধেক ছবি আঁকা রঙটা কোথায় ছিল রঙটা কোথায় গেল তোমার সাথে খুঁজছি রঙ সাদা হতে কালো সব রঙ মিলে এক হয়ে যায় এক রঙ সব কিছু অন্য কোথাও বেড়াতে যাচ্ছি রঙ ছোটে পিছু পিছু সামনে পেছনে দুই ভাগ করে সময় নিচ্ছি সাথে পুরোটা সময় ঘড়ির মধ্যে ঘড়ি আছে কার হাতে সময় একটা রঙ রঙের কথা বলো তোমার আমার ঘরেই কিন্তু ঈশ্বর রঙ পেল