এ সব আলো জ্বলে আছে সব রাস্তায় মাঝ রাতেও সব দেখা যায় সব পাওয়া হলো যেন কিছু নেই বাকি তবু মন বলে কেন দৌড়াবি নাকি ছুট ছুট ছুট ঘোড়া ছুটে যায় কোন দেশে যাবে কোন ঠিকানায় আমরা কেউ নই ঘোড়াটার মত আমদের খুরে নেই সময়ের ক্ষত ছুট ছুট ছুট ছুটে ঘোড়া যা কোন দেশে যাবে কোন ঠিকানা আমরা কেউ নই ঘোড়াটার মতো আমাদের খুর-ই নেই পুরোনো খেলাটা খেলতে জানি না নতুন কোনো খেলা খুঁজে পাই না দাঁড়ায়ে থাকাটা নিয়মে নেই শহরের সীমানা বেড়ে চলছেই পুরোনো খেলাটা খেলতে মানা নতুন খেলাটার নেই ঠিকানা দাঁড়ায়ে ছিল যে, দাঁড়ায়ে নেই শহরের সীমানা বেড়ে চলছেই সব আলো নিভে গেলে নদীটার শিয়রে ঘুমাবো আকাশ আকাশে রেখে আমরা কি ছিলাম তা ভাববো আমরা কি ছিলাম তা ভাববো আমরা কি ছিলাম তা ভাববো