প্রেমের মত দেখতে তুমি প্রেম নও তবু কেন? সুখের মত দেখতে লাগে সুখ নও তবু যেন আমার কাছে থেকেও তুমি আমার কাছে থাকো না তৃষ্ণা কাতর হাতে তোমার হাত দু'টো রাখো না তুমি সত্যের মত তবু কল্পনা তুমি গল্পের মত তবু গল্প না তুমি সত্যের মত তবু কল্পনা তুমি গল্পের মত তবু গল্প না ভালোবাসাবাসির মতো তবু ভালোবাসো না পাশাপাশি থাকার মতো তবু কাছে আসো না ♪ এই জানা-শোনা দু'জনার নাম পরিচয়হীন এই দোটানা বলো ভালো লাগে আর কতদিন? এই জানা-শোনা দু'জনার নাম পরিচয়হীন এই দোটানা বলো ভালো লাগে আর কতদিন? প্রতিদিন আমাদের কতো না কথা হয় মনের কথাগুলো তবু মনেই পরে রয় তুমি সত্যের মত তবু কল্পনা তুমি গল্পের মত তবু গল্প না তুমি সত্যের মত তবু কল্পনা তুমি গল্পের মত তবু গল্প না