দু'দিনের জীবনে, dot com ভুবনে কেউ আসে, কেউ যায়, এই মায়াজালের খেলায় কেউ স্রোতেই হারায় চারকোনা দেয়ালে, জনতার মিছিলে ভেড়ার পালের মতো না জেনেই দৌড়ে বেড়ায় জীবনের হতাশায় সুযোগের অভাবে হুজুগে বাঙালি বানরের খেলা দেখে দেয় যারা হাততালি সুযোগের অভাবে হুজুগে বাঙালি বানরের খেলা দেখে দেয় যারা হাততালি ♪ এই মুখোশে ঢাকা মুখ, কোথাও নাই যে সুখ নিজেকে না খুঁজে দেখো অন্যকে খুঁজে বেড়ায় কী আঁধারে সে হারায় আজ সাথে আছে ভাই, কালকে তো কাছে নাই নিজের খাঁচার ভেতরে দেখো বন্দী সবাই খালি "সহমত ভাই" সুযোগের অভাবে হুজুগে বাঙালি বানরের খেলা দেখে দেয় যারা হাততালি সুযোগের অভাবে হুজুগে বাঙালি বানরের খেলা দেখে দেয় যারা হাততালি ♪ কী, শেষ হয়ে গেল? (হ, শেষ) এইটুকই?