বুকের ভেতর পাহাড় বাঁধো পাখির পালক মনে একটু নাহয় পথ হারালে নিজের প্রয়োজনে যদি দুঃখ জমে চোখের কোণে অশ্রু হয়েই ঝরো বুকের মধ্যে স্বপ্নটাকে শক্ত করে ধরো বুকের মধ্যে স্বপ্নটাকে শক্ত করে ধরো মানুষ বাঁচে আশার কাছে আছে পুরোটা পথ খোলা সকল পথের পাথর তুলে নিজের পথে চলা যদি দুঃখ জমে চোখের কোণে অশ্রু হয়েই ঝরো বুকের মধ্যে স্বপ্নটাকে শক্ত করে ধরো বুকের মধ্যে স্বপ্নটাকে শক্ত করে ধরো ♪ ভয় পেও না বন্ধু তুমি আগলে রাখো আলো পৃথিবীর আঁধারে তোমার মনের আগুন জ্বালো ভয় পেও না বন্ধু তুমি আগলে রাখো আলো পৃথিবীর আঁধারে তোমার মনের আগুন জ্বালো যদি দুঃখ জমে চোখের কোণে অশ্রু হয়েই ঝরো বুকের মধ্যে স্বপ্নটাকে শক্ত করে ধরো বুকের মধ্যে স্বপ্নটাকে শক্ত করে ধরো বুকের মধ্যে স্বপ্নটাকে শক্ত করে ধরো