তুমি কী যে জানি না সূর্যেরই প্রতিভা দেয়ালের মাঝে তাই কোলাহল, হাহাকার আমি কী যে দেখি আজ মহাকাশে জাহাজ আমি বসে হাসি তাই অবিরাম চিৎকার আমি কি তাই অমানুষ, অমানুষ হয়ে দাঁড়াই মনে হয়, মনে হয় সবই বিপদ এই চার দেয়ালের মাঝে ♪ আমি আছি কি নেই তুমি চিহ্ন পেলেই হাতে কলম নিয়ে লিখে দাও বিদায়, বিদায় স্থিরতা আঁধারে কম তবু তুমি নির্ঘুম বলো কী যে তুমি চাও কোলাহল? হাহাকার? কিভাবে করি শিকার পূর্বে আঁকি আকার তীর ছুঁড়ে দিলে তো হইচই, কারাগার আমি কি তাই অমানুষ, অমানুষ হয়ে দাঁড়াই মনে হয়, মনে হয় সবই বিপদ এই চার দেয়ালের মাঝে ♪ আমি আছি কি নেই তুমি চিহ্ন পেলেই হাতে কলম নিয়ে লিখে দাও বিদায়, বিদায় বিদায়, বিদায়