Kishore Kumar Hits

The Tree - Oshomota Ba Boichitro şarkı sözleri

Sanatçı: The Tree

albüm: Ei Shohor Theke


স্বপ্নগুলো যদি সারি বেঁধে যায়
তবে ভুল করে বা চেয়ে থেকে
দিন কাটবে না আবার
সত্য গুলো সব ভীড় করে আমার ভেতর
স্বপ্নগুলো যদি সারি বেঁধে যায়
তবে ভুল করে বা চেয়ে থেকে
দিন কাটবে না আবার
সত্য গুলো সব ভীড় করে আমার ভেতর
আর ভীড় ঠেলে প্রতিবাদে, অবহেলিত মানুষ
আর ভীড় ঠেলে প্রতিবাদে, অবহেলিত মানুষ
যখনই বুঝতে চাই তোমাদের নিয়ম গুলো
ভেবো না মেনে নেবো অযথা তোমাদের কথা
সবারই অধিকার আছে বাঁচার নিজের মত
ভেবো না পড়ে রবো অন্যায় মাথায় করে
বলো কি দোষ ছিল
তাদের প্রতিবাদ তো খিদের
আকাশ তো সবার জন্য
তবে ভাগ্যের প্রতারণা
নিয়ম বন্দি অসম সত্বা
আর ভীড় ঠেলে প্রতিবাদে, অবহেলিত মানুষ
আর ভীড় ঠেলে প্রতিবাদে, অবহেলিত মানুষ
একদিন সকাল হবে, জাগবে স্বপ্নেরা
মানুষ বাঁচতে শিখবে একই আকাশের নিচে
সবারই অধিকার আছে বাঁচার নিজের মত
ভেবো না পড়ে রবো অন্যায় মাথায় করে
যখনই বুঝতে চাই তোমাদের নিয়ম গুলো
ভেবো না মেনে নেবো অযথা তোমাদের কথা
সবারই অধিকার আছে বাঁচার নিজের মত
ভেবো না পড়ে রবো অন্যায় মাথায় করে

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar