তোমার নতুনত্ব আর আধুনিকতায় অথবা তোমার মূর্খতায় বিস্ময় আমার গলা চেপে ধরে বিস্ময় আহা বাকরুদ্ধ আমি, আমার ক্রোধ... বাতাসকে সাক্ষী রেখে বিলিয়ে দেই অভিশাপ নয় আশির্বাদ তোমার জন্য যেন চোখ মেলে নিজেকে দেখতে পারো তোমার আয়নায় তোমার চোখে যেন বৃষ্টি না হয় অস্তিত্বের উপহাস যেন গ্রাস না করে তুমি যেন মন থেকেই হাসতে পারো অতীত যখন মুছে যায় তখন সাদা পৃষ্ঠা গুলোতে নিজেকেই খুঁজে পাবেনা খুঁজে পাবেনা তোমার শুরু অভিশাপ নয় আশির্বাদ তোমার জন্য যেন চোখ মেলে নিজেকে দেখতে পারো তোমার আয়নায় তোমার চোখে যেন বৃষ্টি না হয় অস্তিত্বের উপহাস যেন গ্রাস না করে তুমি যেন মন থেকেই হাসতে পারো হয়তো বোঝার ভুল ছিল ছিল বিশ্বাসের শেকলে বাঁধা আমার মগজ হয়তো বোঝার ভুল ছিল ছিল বিশ্বাসের শেকলে বাঁধা আমার মগজ ক্ষমা যদি চাও তবে আরেকবার জন্ম নিও আরেকবার যেন তোমায় চিনতে না পারি ক্ষমা যদি চাও তবে আরেকবার জন্ম নিও আরেকবার যেন তোমায় চিনতে না পারি চিনতে না পারি তোমায়