Kishore Kumar Hits

The Tree - Sesh Chirkut Ar Onuprerona şarkı sözleri

Sanatçı: The Tree

albüm: Ei Shohor Theke


আর কত রাত জেগে চোখ মেলে স্বপ্ন দেখা
খোলা আকাশে তাকিয়ে অবিরাম
আর কত হতাশায় পথ হেঁটে জীবন দেখা
সবকিছু হারানোর ভয়
হয়তো শুধু আমি ভুল ছিলাম
দেখা হয়নি তোমাদের চোখে
হিসেব মিলবে হারিয়ে গেলে
যখন সব শূন্য হবে
লিখে গেলাম শেষ চিঠি
হারাবার আর নেই বাকি
আমার না থাকায় বদলাবেনা এপিঠ ওপিঠ
শুধু ভাবি মায়ের কথা
কান্নার রোল শেষ হবেনা
ক্ষমা চাওয়ার আর নেই কিছুই
হয়তো শুধু আমি ভুল ছিলাম
দেখা হয়নি তোমাদের চোখে
হিসেব মিলবে হারিয়ে গেলে
যখন সব শূন্য হবে
চোখ খুলে যে স্বপ্ন দেখিস
হাতের মুঠোয় জীবন রাখিস
এমন করে বাঁচে ক'জন
আকাশ তোর শেষ সীমানা
হারাবার তো নেই কিছুই
এখন শুধু সামনে হেটে যা
জানিস না তুই সপ্ন দেখার
এত সাহস হয়না সবার
সময় আসবে সত্য হবি তুই
সবার চোখে জীবন দেখে
সস্তা হয়ে বেঁচে থেকে
পাবিনা স্বপ্নের দেখা

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar