আর কত রাত জেগে চোখ মেলে স্বপ্ন দেখা খোলা আকাশে তাকিয়ে অবিরাম আর কত হতাশায় পথ হেঁটে জীবন দেখা সবকিছু হারানোর ভয় হয়তো শুধু আমি ভুল ছিলাম দেখা হয়নি তোমাদের চোখে হিসেব মিলবে হারিয়ে গেলে যখন সব শূন্য হবে লিখে গেলাম শেষ চিঠি হারাবার আর নেই বাকি আমার না থাকায় বদলাবেনা এপিঠ ওপিঠ শুধু ভাবি মায়ের কথা কান্নার রোল শেষ হবেনা ক্ষমা চাওয়ার আর নেই কিছুই হয়তো শুধু আমি ভুল ছিলাম দেখা হয়নি তোমাদের চোখে হিসেব মিলবে হারিয়ে গেলে যখন সব শূন্য হবে চোখ খুলে যে স্বপ্ন দেখিস হাতের মুঠোয় জীবন রাখিস এমন করে বাঁচে ক'জন আকাশ তোর শেষ সীমানা হারাবার তো নেই কিছুই এখন শুধু সামনে হেটে যা জানিস না তুই সপ্ন দেখার এত সাহস হয়না সবার সময় আসবে সত্য হবি তুই সবার চোখে জীবন দেখে সস্তা হয়ে বেঁচে থেকে পাবিনা স্বপ্নের দেখা