স্তব্ধ সকাল আগের মতো আমার ভেতর নিরব থাকে এক মুঠো আকাশ স্থীর থাকে জানালার বাইরে ওপারে অজস্র বাতাস বইতে থাকে আমার ভেতর মুছে দেয় সব ক্লান্তি অতীত গ্লানি আবার তোমায় ফিরে দেখা প্রতিটি নির্ঘুম রাত শেষে আমার দেখা ভোর নতুন করে শেখায় বেঁচে থাকা ব্যস্ত শহর প্রতিটি নির্ঘুম রাত শেষে আমার দেখা ভোর নতুন করে শেখায় বেঁচে থাকা ব্যস্ত শহর আঁকা আঁকা ছবিগুলো উড়ে উড়ে যায় ভেসে স্তব্ধ আমি চেয়ে থাকি দিগন্তের শেষে বুঝিনা কোন আবেগ আমার দরজায় বন্ধ সময় আমায় বলে চেয়ে দেখো নতুন আলোয় প্রতিটি নির্ঘুম রাত শেষে আমার দেখা ভোর নতুন করে শেখায় বেঁচে থাক ব্যস্ত শহর প্রতিটি নির্ঘুম রাত শেষে আমার দেখা ভোর নতুন করে শেখায় বেঁচে থাকা ব্যস্ত শহর প্রতিটি নির্ঘুম রাত শেষে আমার দেখা ভোর নতুন করে শেখায় বেঁচে থাকা ব্যস্ত শহর প্রতিটি নির্ঘুম রাত শেষে আমার দেখা ভোর নতুন করে শেখায় বেঁচে থাকা ব্যস্ত শহর