যদি কখনো দেখো আমি পাশে নেই তোমাকে ঘিরে আগের মতো ফিরে যাও যদি অতীত স্মৃতিতে তুমি, রাত নিঝুম, একা খুঁজবে ঐ দিগন্তের ডুবে যাওয়া মৃদু আলোয় অথবা নিভৃতে তোমার বন্ধ চোখে হারিয়েছি আমি অন্য আলোয় তোমার আড়ালে হারিয়েছি আমি অন্য আলোয় তোমার আড়ালে ♪ কত স্বপ্ন ছিলো এই চেনা শহরে বেঁচে থাকার উৎসাহে ভেবো না সেই দিনগুলো আর জীবন এমনই হয় মুছে ফেলো সব স্মৃতির মায়া ঐ চেনা রাস্তায় আর ধরবে না আমার হাত বৃষ্টি ভেজা শরীর আর দেখবে না আমার প্রার্থনায় তুমি থাকবে চিরকাল তুমি আর কেঁদো না আমার epitaph-এ হারিয়েছি আমি অন্য আলোয় তোমার আড়ালে হারিয়েছি আমি অন্য আলোয় তোমার আড়ালে ♪ হারিয়েছি আমি অন্য আলোয় তোমার আড়ালে হারিয়েছি আমি অন্য আলোয় তোমার আড়ালে